মৌসুমী ইকবালের ‘বাউরা ছোঁড়া’

বর্তমান সময়ের কণ্ঠশিল্পী মৌসুমী ইকবাল। সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠার সুবাদে শৈশব থেকেই সংগীতের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে তার। ছোটবেলা থেকেই গানের প্রতি তার একান্ত ভালোবাসা। সেই ভালোবাসাকে পুঁজি করেই গানেই নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে মৌসুমী ইকবাল একশোরও বেশি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন।

নিয়মিত গান করে চলেছেন এই গায়িকা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন ফোক ঘরানার গান ‘বাউরা ছোঁড়া’। গানটির কথা ও সুর করেছেন আনোয়ারুল আবেদীন, সংগীতায়োজন করেছেন জিকো। গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে।

ফোক গান নিয়ে মৌসুমী বলেন, “ফোক গানের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা আছে। সে কারণে ফোক ধাঁচের গান একটু বেশিই করি। ‘বাউরা ছোঁড়া’ গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। সামনে আরও কিছু নতুন গানের পরিকল্পনা চলছে।”

শুধু অ্যালবাম বা সিঙ্গেল গানেই নয়, মৌসুমী ইতোমধ্যে নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন। তবে এখনো সিনেমার প্লেব্যাকে তার যাত্রা শুরু হয়নি। ভবিষ্যতে চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিতে চান বলে জানান মৌসুমী।