
২০তম শাখা উদ্বোধন উপলক্ষে রাজস্থানের জমকালো ফটোশুট
- বিনোদন ডেস্ক
- শুক্রবার ২৫ জুলাই ২০২৫ ৪:২৭ এএম
- বিনোদন
ফ্যাশন ও ঐতিহ্যের সম্মিলন ঘটাতে আবারও আলোচনায় রাজস্থান ব্র্যান্ড। শিগগিরই রাজধানীর ধানমন্ডিতে যাত্রা শুরু করতে যাচ্ছে তাদের ২০তম শাখা। এই উপলক্ষে সম্প্রতি আয়োজন করা হয় এক জমকালো ফটোশুট, যেখানে অংশ নিয়েছেন শোবিজের একঝাঁক পরিচিত মুখ।
চিত্রনায়ক জয় চৌধুরী ও মডেল-অভিনেত্রী জেরিনকে বরের সাজে ও কনের সাজে তুলে ধরা হয় এই শুটে। বর্ণিল পোশাক, আলোকিত সেট ও বিয়ের আবহে শুটিং হয় পুরো আয়োজন।
এই আয়োজনের কোরিওগ্রাফিতে ছিলেন গৌতম সাহা। নির্দেশনায় ছিলেন বুলবুল আহমেদ। ক্যামেরায় ছিলেন নাঈম আহমেদ ও মৃধা হাসিব।
ফটোশুটে আরও অংশ নেন জনপ্রিয় তরুণ মডেল ও অভিনেতা ইমরান খান, শেখ রাতুল রহমান, সাকিব, মৃদুল, আয়ান সাহা ও ইভান ফারহান।
কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, “রাজস্থান সবসময়েই দেশীয় ঐতিহ্য ও রুচিশীল ডিজাইনের সঙ্গে আপসহীন। এই ফটোশুটেও আমরা চেষ্টা করেছি বিয়ের আবহে রাজকীয় এক ফ্যাশন তুলে ধরতে। প্রত্যেক তারকা খুব আন্তরিকভাবে অংশ নিয়েছেন। দর্শকদের চোখেও নতুন এক অভিজ্ঞতা হবে বলে আশা করছি।”
ধানমন্ডিতে আসছে রাজস্থানের ২০তম শাখা। রাজস্থান কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যজগতের তারকারা।