বইমেলায় অপূর্ব খন্দকারের বই ‘নিজেই হয়ে যান ইন্টেরিয়র ডিজাইনার’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে অপূর্ব খন্দকারের বই ‘নিজেই হয়ে যান ইন্টেরিয়র ডিজাইনার’। বইটি প্রকাশ করেছে আল হামরা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন লেখক নিজেই।

অপূর্ব খন্দকার বলেন, ‘‘ইট পাথরের এই ধূসর শহরে নিজের একমাত্র শান্তির জায়গা নিজের বাসগৃহ। নিজের এই শান্তির জায়গাটুকু আরামদায়ক, রুচিশীল ও আনন্দময় করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। সৃষ্টির সেরা প্রতিটি মানুষের মধ্যেই আছে সৃষ্টিশীলতা। সেই সৃষ্টিশীলতা ও রুচিবোধ কাজে লাগিয়ে আপনার নিজের পছন্দের স্পেসটুকু সাজিয়ে গুছিয়ে রাখার নির্দেশনা রেখেছি আমার অভিজ্ঞতার আলোকে। এখানে আমি চেষ্টা করেছি ইন্টেরিয়র ডিজাইন ও ডিজাইনারদের নিয়ে আমাদের মধ্যবিত্ত সমাজের যে ধ্যানধারণা আছে তারও কিছুটা পরিবর্তন ঘটাতে।’’

লেখক আরও বলেন, ‘‘আপনার অন্দর সজ্জা ও ইন্টেরিয়র প্ল্যানিংএ বইটি কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’’

বাংলা ভাষায় এটাই ইন্টেরিয়র ডিজাইন নিয়ে লেখা প্রথম বই। একুশের বই মেলায়  পাওয়া যাচ্ছে ৬৯৩/৯৪ নাম্বার স্টলে।

বইটির মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা, মেলা উপলক্ষে বিশেষ মুল্যছাড় এ ৫০০ টাকা।