পূজার ফটোশুটে দীঘি, সঙ্গী জিলানী-রাতুল

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি এবার হাজির হয়েছেন দুর্গাপূজার বিশেষ সাজে। সিনেমার বাইরে মাঝেমধ্যেই বিভিন্ন ব্র্যান্ডের মডেল হিসেবে দেখা দেন তিনি। এবার অংশ নিয়েছেন জুয়েলারি ব্র্যান্ড ‘এশিয়ান জুয়েলস বাই তাসনুভা খান’–এর পূজা উপলক্ষে আয়োজন করা ফটোশুটে।

 

গৌতম সাহার কোরিওগ্রাফীতে এ ফটোশুটে দীঘির সঙ্গী হয়েছেন মডেল জিলানী ও রাতুল। ফটোগ্রাফিতে ছিলেন বুলবুল আহমেদের টিম। ফটোশুটে দীঘিকে দেখা গেছে এশিয়ান জুয়েলসের নান্দনিক গহনায় সজ্জিত রূপে।

 

অভিজ্ঞতাকে রোমাঞ্চকর বলেই মনে করছেন দীঘি। তিনি বলেন, “বিভিন্ন সাজে নিজেকে দেখতে আমার ভালো লাগে। এবার পূজার ফটোশুট করলাম, খুব ভালো লেগেছে। এশিয়ান জুয়েলসের প্রতিটি গহনাই ছিল আলাদা বৈশিষ্ট্যের, বেশ ইউনিক।”

 

শিশুশিল্পী থেকে পূর্ণাঙ্গ নায়িকা হয়ে ওঠার যাত্রায় ধাপে ধাপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দীঘি। গেল রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। যদিও নতুন কোনো সিনেমার খবরে আপাতত আলোচনায় নেই, তবে লাইমলাইটে রয়েছেন দারুণভাবেই। সোশ্যাল মিডিয়ায় তার বিপুল অনুসারী, যেখানে নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ব্যক্তিগত ও পেশাগত মুহূর্ত। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রেও অংশ নিয়েছেন একটি স্টেজ শো-তে।