কালনা সেতু: ঢাকার সঙ্গে সাতক্ষীরার দূরত্ব কমবে ৩০ কিলোমিটার

পদ্মা সেতুর পর এবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার মানুষের আরও একটি স্বপ্ন পূরণ হতে চলেছে নড়াইলের কালনা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। আর এই সেতু চালু হলে এই জেলার আর্থসামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন হবে। জেলার উৎপাদিত কৃষি পণ্য ঢাকাতে নিয়ে যাওয়া আসাতেও সময় কমবে অনেক।

কালনা সেতু উদ্বোধন হলে ঢাকা থেকে সাতক্ষীরার দূরত্ব কমবে আরও ৩০ থেকে ৩৫ কিলোমিটার। এই সেতুর মাধ্যমে সাতক্ষীরার যোগাযোগ ব্যবস্থরা অভূতপূর্ব উন্নয়নের সঙ্গে সঙ্গে ব্যবসায়-বানিজ্য সম্প্রসারন হবে বলে মনে করছেন বিশিষ্টজনরা। 

 

সাতক্ষীরা চেম্বার অফ কমার্সর সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, ‘এই সেতু চালু হলে দেশের দ্বিতীয় বৃহৎ স্থলাবন্দর হিসাবে স্বীকৃত ভোমরা স্থলাবন্দরের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। ফলে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি আরো কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছি।’