রিহ্যাব’র মেলা কমিটির চেয়ারম্যান হলেন আলিম উল্যাহ খোকন
- জাতীয় ডেস্ক
- সোমবার ০৬ মে ২০২৪ ৫:২৬ এএম
- জাতীয়
আবাসন ব্যবসায়ীদের একমাত্র সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব)মেলা কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন চলচ্চিত্র প্রযোজক আলিম উল্যাহ খোকন। দীর্ঘ দিন রিহ্যাব নির্বাচন বিহিন চলছিল, সাধারণ সদস্যদের আন্দোলনের মুখে এবারই ২০২৪-২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সদস্যদের এই আন্দোলনে মোহাম্মদ আলিম উল্যাহর সক্রিয় ভুমিকা ছিল।
মেলা কমিটির চেয়ারম্যান হয়েই দুবাই মেলার তারিখ আগামী ৬,৭ ও ৮ সেপ্টেম্বর ঘোষনা করেন। আগামী বছর আমেরিকা মেলা হবে বলে আশা ব্যাক্ত করেন আলিম উল্যাহ খোকন।
মোহাম্মদ আলিম উল্যাহ কানাডা ও বাংলাদেশের নাগরিক, কানাডা থেকেই ২০০৮ সালে বাংলাদেশে রিয়েল ষ্টেট ব্যাবসা শুরু করেন। ২০১২ সালে রিহ্যাবের সদস্য পদ গ্রহন করেন। প্রজেক্ট সম্পন্ন করেন গুলশান, রামপুরা, মগবজার, মালিবাগ, এ্লাকায়।
চলচ্চিত্র প্রযোজক আলিম উল্যাহ খোকন দীর্ঘ ১০ ধরে জাজ মাল্টি মিডিয়ার সি ই ও হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রযোজিত ‘দেশা দ্যা লিডার’ সিনেমা ২০১৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এছাড়া তার প্রযোজিত বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ময়না’শিরোনামের সিনেমা। এদিকে বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতির ২০১৭- ২০১৯ সালের যুগ্ন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।