সম্মাননা পেলেন সাংবাদিক রাহাত সাইফুল

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য ‘চারদিকে সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ড-২০২৩’ সম্মাননা প্রদান করা হয়েছে। এবার এই সম্মাননা পেলেন বাংলালাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সহ-সাধারণ সম্পাদক ও রাইজিংবিডির জ্যেষ্ঠ প্রতিবেদক রাহাত সাইফুল। শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। এ মঞ্চে গুণী অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

 

মিডিয়া, মিউজিক, ফ্যাশনসহ সোশ্যাল মিডিয়াতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিল্পী মমতাজ, অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়িকা অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, চিত্রনায়ক নিরব, ইমন, অভিনেত্রী রুনা খান, ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, সংগীতশিল্পী আঁখি আলমগীর, স্বপ্নীল সজিব, প্রতীক হাসান, উদ্যোক্তা সিফাত নুসরাত, অভিনেত্রী তারিন জাহান, শম্পা রেজাসহ অনেককে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

এই আয়োজনের দায়িত্বে ছিলেন গৌতম সাহা, মুস্তাফা তারিক হাদি এবং কাজী নাজমুল হাসান।

রাহাত সাইফুল বর্তমানে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাংবাদিকদের মাদার সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য তিনি।


রাহাত সাইফুল সাংবাদিকতা ক্যারিয়ার শুরু করেন দৈনিক বার্তা প্রবাহ পত্রিকার মাধ্যমে। এরপর বিনোদন ধারা, বিনোদন বিচিত্রা ম্যাগাজিনে কাজ করেন। এছাড়া দৈনিক যায়যায়দিন পত্রিকায় কাজ করেছেন তিনি। বর্তমানে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম রাইজিংবিডি ডটকমে কর্মরত আছেন।

সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন রাহাত সাইফুল। ২০২০ সালে করোনা মহামারির সময় মানব কল্যাণ সংগঠন ‘বোধ’ প্রতিষ্ঠা করেন। এরই মধ্যে সংগঠনটি নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে।