বাইফা অ্যাওয়ার্ড পেলেন ফাহমিদা হোসেন

শুধু অর্গানিক খাদ্যদ্রব্যই নয়, রূপচর্চাতেও মানুষ এখন বেছে নিচ্ছে অর্গানিক উপাদান।ত্বকের যত্নে এসব ব্যাবহার করা হয়। অলিভ বাংলাদেশ বিএসটিআই এর অন্তর্ভুক্ত অর্গানিক স্কিন কেয়ার মেনুফ্যাচালিং কোম্পানি।এরই মধ্যে কোম্পানির চেয়ারম্যান ফাহমিদা হোসেনের হাতে উঠে একাধিক পুরস্কার।  এবার ‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৩’  পেলেন ফাহমিদা হোসেন।

 

গত শনিবার (৪ মার্চ) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্রের হল অব ফেমে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম (বাইফা) অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। ‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

 

মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য (এমপি) ও সংগীতশিল্পী মমতাজ বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাইফার প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপন।

 

অনুষ্ঠানে ফাহমিদা হোসেন ছাড়াও সংগীতশিল্পী মমতাজ বেগম, পরিমনি, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, মেহজাবিন চৌধুরী, আজমেরী হক বাঁধন, জিয়াউল ফারুক অপূর্ব, প্রার্থনা ফারদিন দীঘি, নাদিয়া-নাঈম দম্পতি, গৌতম সাহাসহ আরও অনেকে পুরস্কার পান।