মেহেদীর মায়ের পাশে দাড়ালেন জায়েদ খান

মায়ের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি বিক্রি করতে চান মেহেদী। এ নিয়ে ঢাকার মহাখালী, তেজগাঁও আর গাজীপুর চৌরাস্তার অলিতে-গলিতে পোস্টার লাগিয়েছিলেন শেরপুরের ছেলে মেহেদী হাসান। সেই মেহেদীর মায়ের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান। 

ফেসবুকে এক পোস্টে জায়েদ খান লিখেছেন, ‘মেহেদীর তার মায়ের চিকিৎসার জন্য আর কিডনি বিক্রি করতে হবে না। যতটুকু পেরেছি সহযোগিতা করছি। আমাকে দেখে, আমার মা নেই শুনে মেহেদীর মা বললো- তুমি আমার এক সন্তান। তার পাশে দাড়িয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি। মায়ের চিকিৎসায় কোনো সমস্যা হবে না। ভালো থাকুক পৃথিবীর সকল মা।’

এর আগে জায়েদ খান ফেসবুকে মেহেদীকে নিয়ে করা একটি প্রতিবেদন শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘ছেলেটির এই নিউজটা যতবার দেখেছি ততবার চোখের পানি ঝড়েছে। মা হারানোর কষ্ট আমি বুঝি। ইচ্ছে আছে স্বশরীরে উপস্থিত হয়ে আরেক মাকে সহযোগিতা করার।ভালো থাকুক পৃথিবীর সকল মা।’

এর পরই আজ শনিবার (২২ অক্টোবর) নিউরো সায়েন্স হাসপাতালে গিয়ে মেহেদীর মায়ের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন। 

মায়ের চিকিৎসা ও ওষুধের খরচ জোগাড় করতে চাকরির খোঁজে ২২ দিন আগে ঢাকায় আসেন মেহেদী। শহর তার বড় অচেনা, কাউকে চেনে না সে, দিনের পর দিন খেয়ে না খেয়ে মহাখালী আর তেজগাঁও ফ্লাইওভারে রাতে ঘুমায় মেহেদী। এমনই একটি প্রতিবেদন বুধবার (১৯ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়। এর পরই বিভিন্ন মহল থেকে সহযোগিতার হাত বাড়াতে আগ্রহ প্রকাশ করা হয়।