বৃক্ষপ্রেমী জায়েদ খান অংশ নিলেন বৃক্ষরোপণ কর্মসূচিতে
- বিনোদন ডেস্ক
- বুধবার ২১ সেপ্টেম্বর ২০২২ ১১:৫০ পিএম
- বিনোদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদটি এখনো অমীমাংসিত। এদিকে জায়েদ খান তার প্রতিষ্ঠিত মানব কল্যাণ সংগঠন 'সাপোর্ট' এর বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকান্ড নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।
এরই মধ্যে নিজ জেলা পিরোজপুরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। সাপোর্ট-এর আয়োজনে এ বৃক্ষরোপণ করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার পিরোজপুর পুলিশ লাইনসে নিজ হাতে গাছ লাগান এই অভিনেতা। সাপোর্ট-এর এই প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। মঙ্গলবার পুলিশ লাইনসে এবং এর আগে সোমবার সরকারি মহিলা কলেজে ও রোববার টাউন মাধ্যমিক বিদ্যালয়ে আমরা গাছ লাগিয়েছি। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উপজেলায় সহস্রাধিক বনজ ও ফলদ গাছ লাগানো হবে।’
পুলিশ লাইনস মাঠে বৃক্ষরোপণে অংশ নেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জা. মো. মাসুদুজ্জামান, সাপোর্টের সাধারণ সম্পাদক সৈয়দ আহসান।