বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম

জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী, বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনপ্রবাসী মডেল ও অভিনেত্রী মারিয়া মিম আবারও জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন। খুব শিগগিরই বিয়ে করছেন তিনি—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মিম।

২০১২ সালে অভিনেতা সিদ্দিককে বিয়ে করে বাংলাদেশে স্থায়ী হন মারিয়া। কিছুদিন পরই মডেলিং শুরু করেন এবং মিডিয়াতে ক্যারিয়ার গড়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে সেই পথে এগোনোর আগেই সংসার নিয়ে দ্বন্দ্ব শুরু হয় দুজনের মধ্যে। সিদ্দিক চান স্ত্রী সংসারেই মনোযোগী থাকুন, আর মিম চেয়েছিলেন স্বাধীনভাবে কাজ করতে। এই মতবিরোধই শেষ পর্যন্ত ডিভোর্সে গড়ায়। ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হন সিদ্দিক-মিম দম্পতি।

পাঁচ বছর পর আবারও নতুন সম্পর্কে জড়িয়েছেন মারিয়া। সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে ভিডিও পোস্ট করেছেন তিনি, যেখানে প্রেমিকের মুখ আড়াল করলেও তাকে ‘আমার ভালোবাসা’ বলে সম্বোধন করেন।

বিয়ের প্রসঙ্গে মারিয়া বলেন, “আমি প্রেম করছি। তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার কেউ নন, তিনি একজন সাধারণ মানুষ। খুব শিগগিরই আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হব।”

প্রাক্তন স্বামী সিদ্দিককে নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গে মারিয়া বলেন, “সিদ্দিক তো আমার প্রাক্তন। ডিভোর্স হয়ে গেলে দেখা করাটাও অনুচিত। তিনি এখন আমার জন্য পরপুরুষ। দয়া করে তাকে আমার সঙ্গে জড়াবেন না।”

সম্প্রতি একটি ঘটনার জেরে আলোচনায় রয়েছেন অভিনেতা সিদ্দিক, যা নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। এর কিছু অংশ মারিয়াকে উদ্দেশ করে কটাক্ষ হিসেবে এসেছে। জবাবে মারিয়া সাফ জানিয়ে দেন, “ডিভোর্সের ৫-৬ বছর পরেও কেউ ‘জামাই’ থাকে না। ব্যক্তিগত জীবন নিয়ে অকারণে মন্তব্য না করাই শ্রেয়।”

নিজের মতামত ও জীবন নিয়ে স্পষ্টভাবে অবস্থান জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন মারিয়া মিম। এখন দেখার পালা—তার নতুন জীবনের সূচনা কীভাবে হয়।