সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না : জয়া

জয়া আহসান মানেই চরিত্র বদলের ম্যাজিক। কখনও তিনি পর্দার শক্তপোক্ত নারী, তো কখনও কোমল মনের প্রেমিকা। কিন্তু এবার? এবার তিনি পর্দার ভেতর এবং বাইরে দুটো চরিত্রে! নায়িকাও, প্রযোজকও! সিনেমার নাম শুনে মনে হবে যেন দুই বান্ধবীর আড্ডা — ‘জয়া আর শারমিন’।

ঘটনা হলো, লকডাউনের সেই গৃহবন্দি দিনগুলোতে সবাই যখন অনলাইন ক্লাস আর বিরিয়ানির রেসিপি নিয়ে ব্যস্ত, তখন জয়া ভাবলেন — চল তো একটা সিনেমা বানিয়ে ফেলি! আর বানালেনও। পরিচালক পিপলু আর খানের ক্যামেরায় উঠে এলেন দুই নারীর গল্প — দুই ভিন্ন জগতের, কিন্তু ভাগ্য জুড়ে দিল লকডাউনের তালা।

জয়া নিজেই বলছেন, ‘‘সব প্রতিশ্রুতি মিথ্যে!’’ (ডায়লগটা শুনে প্রেমে পড়া তরুণরা একটু থমকে যেতেই পারেন)। তবে বাস্তবে তিনি বেশ কমিটেড। বলেন, ‘‘আমার গৃহকর্মীরাও আমার পরিবারেরই অংশ।’’ মানে, জয়ার বাড়িতে সবাই!

এই সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। আর প্রযোজনার হাল ধরেছেন জয়া আর পিপলু — একদম হাফ অ্যান্ড হাফ ফর্মুলায়।

এখন প্রশ্ন হচ্ছে, সিনেমাটি কবে দেখবেন? তার উত্তরও সহজ — ১৬ মে, প্রেক্ষাগৃহে। পপকর্ন কিনে রাখুন আগেভাগেই।

জয়া তো বলে দিলেন, পাশে কেউ থাকে না — কিন্তু আপনি তো সিনেমার পাশে থাকবেন, তাই তো?