
১৪ বছরে বদলে যাওয়া জোভান
- বিনোদন ডেস্ক
- মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ৭:৩০ পিএম
- বিনোদন
পরনে জিন্স, গায়ে শার্ট, পায়ে স্নিকার্স। শার্টটি বেশ পুরোনো ডিজাইনের। চুলগুলো এলোমেল। পাতলা গড়নের জোভানের চোখে-মুখে লেগে আছে উচ্ছ্বাস। ফেসবুকে পোস্ট করা দুটো ছবির একটিতে এমন লুকে দেখা যায়। অন্যটি সমকালীন। কোনো একটি নাটকের দৃশ্যের। যাতে আরো বেশি ফিটফাট ও পরিণত জোভানকে দেখা যায়।
অভিনেতা জোভান আহমেদ ছবি দুটো কয়েক দিন আগে নিজের ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “তুমি কুৎসিত নও, তুমি গরীব।” পাশাপাশি উল্লেখ করেন প্রথম ছবিটি ২০১০ সালে তোলা, অন্যটি ২০২৪ সালে। অর্থাৎ মাঝে কেটে গেছে ১৪ বছর। এই ১৪ বছরে পৃথিবী যেমন বদলেছে, তেমনি জোভানের শারীরিক-মানসিক ও অর্থনৈতিক অবস্থারও দারুণ পরিবর্তন হয়েছে। অভিনেতা হিসেবেও নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।
যার ফলে, জোভানের ছবি দেখে তার ভক্ত-অনুরাগীরাও নস্টালজিয়া হয়ে পড়েছেন। তাদের নানা মন্তব্যের জবাব দিয়েছেন এই অভিনেতা। ফয়সাল দীপ লেখেন, “তখন সেলাই করা শার্ট খুব জনপ্রিয় ছিল! বড় কলার!” জবাবে জোভান লেখেন, “এটা আমার বানানো শার্ট ছিল।” ইমন লেখেন, “আপনার এই জার্নিতে আমরা পাশে ছিলাম, আছি, থাকব সবসময়ই। আপনার জন্য দোয়া ও ভালোবাসা। আপনি আমার প্রিয় অভিনেতা।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।