‘তাণ্ডব’ করছেন শাকিব খান, সঙ্গী সাবিলা নূর

বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবার নতুন জুটিতে হাজির হচ্ছেন ঈদুল আজহার বড়পর্দায়। তার সঙ্গে রোমান্সে ধরা দেবেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূর। প্রথমবারের মতো রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার, তাও আবার সুপারস্টার শাকিব খানের বিপরীতে।

এর আগে গুঞ্জন ছিল, শাকিব খানের আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয়ের সুযোগ পেয়েছেন সাবিলা নূর। তবে মাঝপথে শোনা যায়, তাকে বাদ দেওয়া হয়েছে। একইসঙ্গে আরেক অভিনেত্রী নিদ্রা দে নেহার নামও উঠে আসে বাদ পড়ার তালিকায়। তবে এসব গুঞ্জনের বিষয়ে কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হওয়া গেছে, ‘তাণ্ডব’-এর মূল নায়িকা হচ্ছেন সাবিলা নূর। ছবির শুটিং বর্তমানে রাজশাহীতে চলছে। সেখান থেকেই শাকিব খান ও সাবিলা নূরের একটি রোমান্টিক মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা প্রমাণ করে—তাদের রসায়ন জমে উঠছে।

সিনেমাটির মাধ্যমে সাবিলা পা রাখছেন ঢালিউডের প্রধান ধারার বাণিজ্যিক ছবিতে। আয়নাবাজির নাবিলা, ইধিকা পালের পর এবার ক্যারিয়ারে নতুন মোড় নিতে যাচ্ছেন তিনি।

অ্যাকশন, থ্রিল আর রোমান্সে ভরপুর ‘তাণ্ডব’ পরিচালনা করছেন ‘তুফান’-খ্যাত নির্মাতা রায়হান রাফী। তিনি জানান, “নায়িকার বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। কদিন পর টিজার আসবে, তখনই সবাই জানতে পারবেন।”

শাহরিয়ার শাকিলের প্রযোজনায়, আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্ট ব্যানারে নির্মিত এই সিনেমা মুক্তি পাবে আসন্ন কোরবানির ঈদে

চলচ্চিত্র সংশ্লিষ্টদের আশা, ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘বরবাদ’-এর ধারাবাহিকতায় ‘তাণ্ডব’-এর মাধ্যমে আবারও বক্স অফিস মাতাবেন শাকিব খান, নতুন চমক হয়ে থাকবেন সাবিলা নূর।