‘এমজে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল’-এর শোরুম খুললেন মারজান জেনিফা
- বিনোদন ডেস্ক
- মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪ ৬:৩৬ পিএম
- বিনোদন
আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন মারজান জেনিফা। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন।
বেশ আগে ব্যবসায় নাম লেখান এই নায়িকা। এবার ‘এমজে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল’-এর শোরুম খুললেন তিনি। সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় এই শোরুম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রযোজক জুবায়ের, মারজান জেনিফার প্রমুখ।
‘ফ্যাশন লাউঞ্জ বাই মারজান জেনিফা’সহ একাধিক ব্যবসা পরিচালনা করছেন তিনি। তবে সিনেমার প্রস্তুতিও নিচ্ছেন এই নায়িকা। খুব শিগগির প্রযোজক হিসেবে হাজির হবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, ‘মুসাফির-টু’ নির্মাণের পরিকল্পনা করেছেন। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন জেনিফা।
এ বিষয়ে জেনিফা বলেন, “মুসাফির’ নির্মাণের সময়ই আমরা সিক্যুয়েলের পরিকল্পনা জানাই। অনেক আগেই কাজ শুরুর পরিকল্পনা করেছিলাম। মাঝে করোনাভাইরাসের কারণে আগাতে পারিনি।”
‘মুসাফির’ সিনেমায় শুভ-জেনিফার ছাড়াও অভিনয় করেন মিশা সওদাগর, প্রসূন আজাদ, শিমুল খান, হারুন রশিদ প্রমুখ।