বুবলীর হাত ধরে এশিয়া জুয়েলসের ওয়েবসাইটের যাত্রা শুরু
- বিনোদন ডেস্ক
- সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ ৭:৩২ পিএম
- বিনোদন
শবনম বুবলীর হাত ধরে ‘এশিয়া জুয়েলস বাই তাসনুভা খান’-এর গোল্ড প্লেটেড জুয়েলারির ওয়েবসাইটের যাত্রা শুরু হলো। রবিবার (৮ ডিসেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় ওয়েবসাইটটির উদ্বোধন করেন বুবলী। এসময় প্রতিষ্ঠানটির কর্ণধার তাসনুভা খানের সঙ্গে উপস্থিত ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, ব্র্যান্ড প্রোমোটার বারিশা হকসহ অনেকে।
এসময় অভিব্যাক্তি প্রকাশ করে শবনম বুবলী বলেন, “এই প্রথমবার এশিয়া জুয়েলস গোল্ড প্লেটেড জুয়েলারি ওয়েবসাইট করেছে। বাংলাদেশে প্রথমবার জুয়েলারি শপের ওয়েবসাইট হচ্ছে, এটা আমাদের সবার জন্য ভীষণ আনন্দের। আমি সবসময় নারী উদ্যোক্তাদের পাশে থাকি এবং থাকতে চাই। এর আগেও এই নারী উদ্যোক্তাদের অনুষ্ঠানে আমি এসেছি। এটা আমাদের নারীদের জন্য সম্মানের।”
নিয়মিত সিনেমার কাজ করছেন শবনম বুবলী। বর্তমানে ‘পিনিক’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এরই মধ্যে সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হয়েছে। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন আদর আজাদ। এর আগে সিনেমাটির পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।