শিল্পীরা বন্যার্তদের জন্য যা করছি তা ত্রাণ নয়, উপহার : আন্না
- বিনোদন ডেস্ক
- বুধবার ২৮ আগস্ট ২০২৪ ৭:০৭ পিএম
- বিনোদন
ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ততম নায়িকা আশরাফ আন্না। ‘পিতা মাতার আমানত’, ‘জীবন যুদ্ধ’, ‘সমাধি’, ‘মনের ঘরে বসত করে’, ‘সন্তান আমার অহংকার’, ‘পাঁচ টাকার প্রেম’, ‘বাজাও বিয়ের বাজনা’সহ অর্ধশত সিনেমায় অভিনয় করেছেন। এখন অভিনয় থেকে দূরে থাকলেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন আন্না।
বেকার, পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে এরই মধ্যে গড়ে তুলেছেন প্রশিক্ষণকেন্দ্র। তার ‘আন্না’স মেকওভার অ্যান্ড স্কুল অব বিউটিফিকেশন’ প্রতিষ্ঠান থেকে এই প্রশিক্ষণ প্রদান করে থাকেন। এদিকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং সহযোগিতা করার ছবি ও ভিডিও না করার অনুরোধ করেছেন এই নায়িকা।
এ প্রসঙ্গে আন্না বলেন, ‘এটা আমাদের দেশ এটা আমাদের সমস্যা, মানুষের বিপদের সময় সবার পাশে দাঁড়াতে হবে। এই বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। আমরা শিল্পীরা যা করছি তা আসলে ত্রাণ নয়, উপহার। দেশবাসীর প্রতি আমাদের একটাই আহ্বান থাকবে, সবাই বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসুন।’
সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আন্না বলেন, ‘আমাদের শিল্পী ও আমাদের বিউটি সেক্টরে যারা আছেন সবাই আমরা এক হয়েছি, যা পারছি করছি এবং আরো যারা আছেন তাদেরকে বলব সবাই এক হয়ে হাতে হাত রেখে সবার পাশে দাড়াই।’
বিশেষ অনুরোধ জানিয়ে আন্না বলেন, ‘আর একটা বিশেষ অনুরোধ— যারা পাশে থাকতে গিয়ে ছবি বা ভিডিও করছেন, তারা দয়া করে এটা থেকে বিরত থাকুন। আর সবচেয়ে বড় কথা, যার পক্ষে যেটা দিয়ে পাশে থাকা সম্ভব তাই নিয়ে পাশে থাকুন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আমাদের দেশের জন্য।’