অভিষেক হচ্ছে মীমের

হতাশায় থেকে আত্মহত্যার পথ বেছে নেয়ার ঘটনা শোনা যায়। এই বিষয়বস্তু নিয়ে আসাদ সরকার আত্মহত্যা-বিরোধী সিনেমা নির্মাণ করেন।

‘জীবন পাখি’ নামের এই সিনেমাটি আগামী শুক্রবার সারা দেশের ৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে থিয়েটারকর্মী আজিজুন মীমের।

মীম আরও বলেন, সিনেমাটিতে মায়া চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে সাধ্যমতো চেষ্টা করেছি। সিনেমাটি মাধ্যমে দর্শকদের আত্মহত্যার বিপক্ষে দাঁড়ানোর আহবান জানানো হবে। আমার মনে হয় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এটি বড় ভূমিকা রাখবে।

প্রথম চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে ভয় পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভয় কিছুটা লাগছে! মনে হচ্ছে পরীক্ষা দিয়েছে আগামীকাল এর ফল পাবো।
নির্মাতা আসাদ সরকার জানান, হতাশাগ্রস্থ তরুণ-তরুণীদের জীবনমুখী করার বাসনা নিয়েই সিনেমাটির কাহিনি রচনা করা হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মোহনা মীম, সুজন হাবীব, ফাতেমা তুজ জোহরা, আব্দুল আজিজ, আবু হেনা রনিসহ অনেকে।