পরিচালক আশিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়ায় ‘সুপারহিরো’ ছবির শুটিং করছেন। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যামেরা চালু হয়েছে এটির। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। এছাড়া আরও অভিনয় করছেন তারিক আনাম খান ও সিন্ডি রোলিং প্রমুখ। সুপার হিরো ছবির শুটিং চলাকালীন নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। সুপার হিরো ছবির একটি আনঅফিসিয়াল পোস্টার শেয়ার করে আশিক নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। নতুন বিতর্ক নিয়ে তেমন কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন। আশিকুর রহমানের স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।