- বাংলাদেশের মূকাভিনয়ের বর্তমান হালচাল
- আসছে প্রত্যয় খানের নতুন মিউজিক ভিডিও
- বিয়ে করছেন লাক্স তারকা সামিয়া
- ২০০ পেরিয়ে ‘চাপাবাজ’
- নতুন অবতারে ঐশ্বরিয়া
- একদিকে অপরাহ উইনফ্রে অন্যদিকে জেনিফার লরেন্স
- বাদ পড়ছেন প্রিয়াঙ্কা, আসছে 'ডন ৩'
- তিরিশ বছর পর এক সঙ্গে হাজির হচ্ছেন সালমান-রেখা
- এমার সেরা বইয়ের তালিকায় বাংলাদেশ!
- চিরনিদ্রায় শায়িত ফেরদৌসী প্রিয়ভাষিণী
বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : যদি গতবছরের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করেন, তবে ভারতের স্থান এগিয়েছে বেশ কিছুটা৷ তবে বিশ্বের নিরিখে তা মোটেই আশাপ্রদ নয়৷ স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে বেশ পিছিয়ে ভারত৷ এমনকী চিন, শ্রীলঙ্কা, ভুটান এবং বাংলাদেশের থেকেও পিছিয়ে গিয়েছে দেশ৷ তবে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান৷
বিশ্বের দরবারে ভারতের স্থান স্বাস্থ্যপরিষেবার নিরিখে ১৪৫৷ টিউবার কিউলিসিস, ডায়বেটিস, হৃদরোগ এবং কিডনি সংক্রান্ত রোগের বাড়বাড়ন্তের জেরেই এই স্থানে নেমেছে ভারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
ভারতের মধ্যে স্বাস্থ্যপরিষেবা দেওয়ার ক্ষেত্রে ৬০ পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছে গোয়া ও কেরালা৷ সেখানে ৪০-এরও কম নম্বর পেয়ে শেষের দিকে উত্তরপ্রদেশ ও অসম৷ বিশ্ব স্বাস্থ্য মানচিত্রে ভারত যেখানে ১৪৫ নম্বরে, সেখানে চিন রয়েছে ৪৮ নম্বরে, শ্রীলঙ্কা (৭১), বাংলাদেশ (১৩৩) ও ভুটান (১৩৪) নম্বরে রয়েছে৷ ভারতের ঠিক পিছনেই রয়েছে নেপাল (১৪৯), পাকিস্তান (১৫৪) ও আফগানিস্তান (১৯১)৷
এই তালিকায় একদম শীর্ষে আইসল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ৷ বিশেষজ্ঞরা বলছেন, দেশে অর্থাভাবের জন্যই স্বাস্থ্য খাতে বিনিয়োগের পরিমাণ কম হয়৷ সেই কারণেই বেশিরভাগ দেশই উন্নত হতে পারছেনা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে৷