- বাংলাদেশের মূকাভিনয়ের বর্তমান হালচাল
- আসছে প্রত্যয় খানের নতুন মিউজিক ভিডিও
- বিয়ে করছেন লাক্স তারকা সামিয়া
- ২০০ পেরিয়ে ‘চাপাবাজ’
- নতুন অবতারে ঐশ্বরিয়া
- একদিকে অপরাহ উইনফ্রে অন্যদিকে জেনিফার লরেন্স
- বাদ পড়ছেন প্রিয়াঙ্কা, আসছে 'ডন ৩'
- তিরিশ বছর পর এক সঙ্গে হাজির হচ্ছেন সালমান-রেখা
- এমার সেরা বইয়ের তালিকায় বাংলাদেশ!
- চিরনিদ্রায় শায়িত ফেরদৌসী প্রিয়ভাষিণী
আসছে শহীদ -শুভমিতার ‘পত্র মিতা’
By: অরণ্য শোয়েব 2019-02-12 13:22:08 বিনোদন

মিউজিক ইন্ড্রাস্টির প্রিয়মুখ জনপ্রিয় সংগীতশিল্পী শহীদ 'এক জীবন ' গান দিয়ে বৃহস্পতি তুঙ্গে ওঠা এই শিল্পী এরপর আরো বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হয়ে উঠে | তার সাথে তরুণ প্রজন্মের অনেক শিল্পীই কাজ করেছেন ,শহীদ এর সাথে ওপার বাংলার কণ্ঠশিল্পী শুভমিতা এর আগে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এরমধ্যে সুপারহিট একটি গান ছিলো ‘এক জীবন’। সেই গানটি এখনো মানুষের মুখে মুখে।
এবার ফের একসঙ্গে কাজ করলেন এ জুটি। গানের শিরোনাম ‘পত্র মিতা’। গানটির কথা ও সুর করেছেন লুৎফর হাসান, সংগীতায়োজনে আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন তানজীম মিশু। গানটিতে মডেল হয়েছেন অন্তু করিম ও আফ্রি।
শহীদ জানান, ১৪ই ফেব্রুয়ারির আগেই গান-ভিডিওটি প্রকাশ পাচ্ছে সিডি চয়েসের ব্যানারে।