- বাংলাদেশের মূকাভিনয়ের বর্তমান হালচাল
- আসছে প্রত্যয় খানের নতুন মিউজিক ভিডিও
- বিয়ে করছেন লাক্স তারকা সামিয়া
- ২০০ পেরিয়ে ‘চাপাবাজ’
- নতুন অবতারে ঐশ্বরিয়া
- একদিকে অপরাহ উইনফ্রে অন্যদিকে জেনিফার লরেন্স
- বাদ পড়ছেন প্রিয়াঙ্কা, আসছে 'ডন ৩'
- তিরিশ বছর পর এক সঙ্গে হাজির হচ্ছেন সালমান-রেখা
- এমার সেরা বইয়ের তালিকায় বাংলাদেশ!
- চিরনিদ্রায় শায়িত ফেরদৌসী প্রিয়ভাষিণী
পথশিশুদের সাথে সারাদিনে শাহনূর

ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূর | এ পর্যন্ত ৫০টির মতো ছবিতে অভিনয় করেছেন এ অভিনেত্রী অনেক জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনূর। এর মধ্যে ছিল মান্না, শাকিব খান, রিয়াজ, রুবেলসহ অনেক তারকারা | গতকাল ছিল তার জন্মদিন আর জন্মদিনে একদম সাদাসিধে কাটিয়েছেন তিনি , শহরের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেটেছে তার সারাবেলা |
শাহনূর বলেন, এ দিনটিতে পরিবারের মানুষজনসহ রাজধানীর সেগুন বাগিচার চিটাগাং হোটেলের পাশে পথশিশুদের একটি স্কুলে জন্মদিনের কেক কেটেছি। এবার জন্মদিনের বিশেষ কোনো অনুষ্ঠান করিনি। এদিকে পথশিশুদের খাওয়ানোর পাশাপাশি তাদের আমার সাধ্যমতো কিছু সাহায্য করেছি।
উলেখ্য, শাহনূর তাজু কামরুলের ‘বেলা অবেলা’, জয় সরকারের ‘ইন্দুবালা’, আরিফুর জামানের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজগুলো শেষ করছেন। এ ছাড়া তার অভিনীত ‘কে আমার শত্রু’, ‘জীবন যন্ত্রণা’, ‘কাকতাড়ুয়া’সহ বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায়।