- বাংলাদেশের মূকাভিনয়ের বর্তমান হালচাল
- আসছে প্রত্যয় খানের নতুন মিউজিক ভিডিও
- বিয়ে করছেন লাক্স তারকা সামিয়া
- ২০০ পেরিয়ে ‘চাপাবাজ’
- নতুন অবতারে ঐশ্বরিয়া
- একদিকে অপরাহ উইনফ্রে অন্যদিকে জেনিফার লরেন্স
- বাদ পড়ছেন প্রিয়াঙ্কা, আসছে 'ডন ৩'
- তিরিশ বছর পর এক সঙ্গে হাজির হচ্ছেন সালমান-রেখা
- এমার সেরা বইয়ের তালিকায় বাংলাদেশ!
- চিরনিদ্রায় শায়িত ফেরদৌসী প্রিয়ভাষিণী
ছবিগুলোর আসল মানে কি জানেন ?

ভালোবাসার অনুভূতি অন্য কাউকে বোঝানো যেমন মুশকিল তেমনি জীবনের অনেক কথা কাউকে বুঝিয়ে উঠা সম্ভপর না | ভালোবাসার অনুভূতি কাউকে দেখানো যায় না ঠিক প্রকাশ করেও বোঝানো যায় না | সিনেমা নাটকে আমরা হরহামেশাই দেখে থাকি ভালোবাসার দৃশ্য , কিন্তু রোল প্লে করা ছাড়াও স্টিল ফটোগ্রাফিতে কিছু বোঝানো যায় সেটা এবার তুলে ধরলো এক ছবি শিকারি রাহাত খান |
তিনি তার একেক ছবিতে ভিন্ন সংলাপ এঁকেছেন , বাংলা প্রতিদিন এর পাঠকদের জন্য তা তুলে ধরা হলো |
.জীবনে চলার পথে আমাদের দেখা হয়ে যাওটা হইত আমাদের ভাল লাগার অংশ।
. আমারা ভাল লাগাটা খুজে পেলাম একজন আরেক জনের ভিতর।কাছে আস তে চাইলাম আরও গভীর ভাবে জানার জন্যে.
.আমাদের ভালবাসার গল্পটা শুরু হইত সেখান থেকেই...আমাদের মনের টান এর শুরু টা ও সেদিন থেকেই...
. মাঝে মাঝে হইত কিছু তা মন মালিন্নতা থাকে আমাদের মতে তারপর আমরা এক সাথে ই থাকি।
.দিন যায় মাস যায় আমাদের কাছে আসার গল্পটা আরও গভির থেকে গভির হতে থাকে. আমারা দারুন সব কাটাই এক সাথে...হারাই আমাদের নিজেদের ভালা লাগার ভুবনে।
গভীর ভালবাসা, বিশাস আর আন্তরিকতা দিয়া আমারা আছি এক সাথে...বাকি টা জীবন থাকতে চাই এই ভাবে এক সাথে।হাত ধরে চলতে চাই জিবনের বাকি টা সময়।