- বাংলাদেশের মূকাভিনয়ের বর্তমান হালচাল
- আসছে প্রত্যয় খানের নতুন মিউজিক ভিডিও
- বিয়ে করছেন লাক্স তারকা সামিয়া
- ২০০ পেরিয়ে ‘চাপাবাজ’
- নতুন অবতারে ঐশ্বরিয়া
- একদিকে অপরাহ উইনফ্রে অন্যদিকে জেনিফার লরেন্স
- বাদ পড়ছেন প্রিয়াঙ্কা, আসছে 'ডন ৩'
- তিরিশ বছর পর এক সঙ্গে হাজির হচ্ছেন সালমান-রেখা
- এমার সেরা বইয়ের তালিকায় বাংলাদেশ!
- চিরনিদ্রায় শায়িত ফেরদৌসী প্রিয়ভাষিণী
আসছে তাদের বুনোফুল

ছোট পর্দার সুপারস্টার আবদুন নূর সজল | নতুন নতুন চরিত্রে নাটকে হরহামেশাই দেখা যায় এই সুপারস্টার কে | সম্প্রতি আবারো দেখা মিলবে পর্দায় সজল এর সাথে অর্ষার | নিয়মিত নাটক ও টেলিছবির ব্যস্ততায় ডুবে আছেন তারা। এ জুটি অভিনয় করেছেন নতুন একটি টেলিছবিতে। এর নাম ‘বুনোফুল’। এ টেলিছবিটি রচনা করেছেন আবীর ফেরদৌস ও সহিদ উন নবী, পরিচালনা করেছেন সহিদ উন নবী। ঢাকার বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে টেলিছবিটির শুটিং শেষ হয়েছে।
টেলিছবিটির গল্পে দেখা যাবে, বিহারী পল্লীর শমসেরের একমাত্র ছোট বোন নুসরাত। মাশাল্লাহ দেখতে সুন্দর। মাঝে মাঝে মনে হয় আকাশের চান মাটিতে।প্রানবন্ত প্রাণোচ্ছল একটা মেয়ে। নুসরাত হল শমসেরের চোখের মনি ভাল মন্দ যে কোন কাজের আগে বোনকে একনজর দেখে দিন শুরু করে শমসের।বিহারি গলির হাকিম হুকুম সব শমশের। এই শমসেরের তুরুপের তাস নওশাদ।জমি দখল থেকে শুরু করে গুম খুন সব করে নওশাদ। এক কথায় হুকুমের গোলাম। এই গোলাম অবশেষে তার বিবির দেখা পায়।
নুসরাতের হাসি,কথা বলা, চাহনি সব কিছুই কাঁপন ধরায় নওশাদের। রাতের ঘুম হারাম। রোজ স্বপ্নে তাকে ভালবাসার কথা বলে কিন্তু বাস্তবে। বাস্তবে নওশাদ মিয়া মজনু। নুসরাত বিবির প্রেমে হাবুডুবু অহর্নিশি। বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় তার মনের কথা বলার প্রাকটিস করে নওশাদ মিয়া। কিন্তু যখনি নুসরাতের ঐ চোখে দেখে সব হারিয়ে দিসেহারা পথিক। বহু সাহস করে একবার লোক মারফত চিঠিও পাঠায় কিন্তু দুর্ভাগ্য সেই চিঠি শমশের রুহানির কাছে গিয়ে পরে। তাহলে এখন কি হবে ? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে। দেখতে হবে জিটিভির পর্দায় ।
টেলিছবিটিতে সজল ও অর্ষা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও থাকবেন বড়দা মিঠু,লামিয়া, লিমন,জীবন, অনামিকা,যুথী,সায়মন, অপূর্ব সহ আরো অনেকে।
নির্মাতা জানান, টেলিছবিটি শিঘ্রই বেসরকারি টেলিভিশন জিটিভিতে প্রচারিত হবে।