
বিনোদন প্রতিবেদক : ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস এরই মধ্যে দেশের আলোচিত প্রায় সব নায়কের বিপরীতে অভিনয় করেছেন। অন্যদিকে চিত্রনায়ক জায়েদ খান ঢাকাই চলচ্চিত্রের প্রায় সব জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন।
কিন্তু অপু বিশ্বাস-জায়েদ খানকে কখনো একসঙ্গে দেখা যায়নি। এবার গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নেন তারা। তাদের ফটোশুট করেছেন দীপ।
মিরর ম্যাগাজিনের জন্য ফটোশুটে অংশ নিয়েছেন তারা। গতকাল ৮ ডিসেম্বর বিএফডিসিতে ফটোশুট হয়েছে। নারায়ণগঞ্জের জনপ্রিয় ফ্যাশন হাউজ ফ্যাশন ওর্য়াল্ডের ড্রেস ও ট্রেনডির গহনা ব্যবহার করা হয়।
অপু বিশ্বাস অভিনীত ‘প্রিয় কমলা’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এ সিনেমা আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।